Top Ad unit 728 × 90

Header ADS

ব্রেকিং ডিস্টেন্স, নিরাপদ বাইকিং এর জন্য


 বাইক এক্সিডেন্ট খুব মারাত্মক একটি ঘটনা। বাইক এক্সিডেন্টের ভিডিও অনলাইনে প্রায়ই দেখা যায়। ইধানিং ব্যাপারটা একটু বেশি চোখে পড়ায় এই ব্লগ টা লিখতে হল। এই ভিডিওগুলো এনালাইসিস করলে একটা জিনিস খুব বেশি দেখা যায় তা হচ্ছে বাইকারদের অনিয়ন্ত্রিত বাইক চালনা এবং ওভার স্পিডে ওভার টেকিং করার প্রবণতা।

বাইকের ক্ষমতা এবং চালকের ক্ষমতা বা দক্ষতা অনুযায়ী বাইকের স্পিড নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত। ব্রেকিং ডিস্টেন্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনি যে কোন গাড়ি অথবা বাইক যখন ব্রেক করবেন সাথে সাথেই সেটি জায়গায় দাঁড়িয়ে যাবে না। একটা নির্দিষ্ট দূরে গিয়েই তবেই থামবে। কত দূরে গিয়ে থামবে সেটা নির্ভর করছে বাইকের ব্রেকিং সিস্টেম এবং চালকের দক্ষতার উপর। সাথে সাথে অবশ্যই গতির সাথে সম্পর্কিত। আপনার গতি যত বেশি হবে ব্রেকিং ডিস্টেন্স তত বেশি হবে। বেশি গতিতে থাকা অবস্থায় হাইড্রোলিক ব্রেক ধরে জায়গায় দাঁড়িয়ে যেতে চেষ্টা করতে পারেন কিন্তু সেটা বড় ধরনের দুর্ঘটনা ডেকে আনবে। 

ব্রেকিং ডিস্টেন্স যে কয়টি জিনিসের উপর নির্ভর করে। 
১. রাস্তার কন্ডিশন
২. টায়ারের কন্ডিশন
৩. ব্রেকের দক্ষতা
৪. সাসপেনশন এর কার্য ক্ষমতা
৫. লোড (বাইকে যাত্রী থাকলে থামতে বেশি সময় বেশি লাগে)
৬. রাইডারের দক্ষতা

আপনি কিছুদিন বাইক চালালে বুঝতে পারবেন আপনার ব্রেকিং ডিস্টেন্স কতটুকু কত স্পিডে।

সব সময় বাইকের সামনে ব্রেকিং ডিস্টেন্স ফ্রি রেখেই বাইক চালানো উচিত। কারণ আপনার সামনের গাড়িটি যে কোন সময়ে হার্ড ব্রেক করে ফেলতে পারে অথবা অ্যাক্সিডেন্ট করতে পারে। ব্রেকিং ডিস্টেন্স মেইনটেইন করলে এধরনের পরিস্থিতিতে নিরাপদে ব্রেক করে নেয়া সম্ভব। অন্যথা দুর্ঘটনাকবলিত গাড়িটির সাথে আপনাকেও দুর্ঘটনায় পড়তে হতে পারে।

অনেকেই ব্রেকিং ডিসটেন্স এর তোয়াক্কা না করে জ্যাম এর ভিতরে বাউলি কেটে বাইক টেনে নিয়ে যান। এটাও আর একটি আত্মঘাতী কাজ। ব্রেকিং ডিস্টেন্স এর দূরত্বটুকু ক্লিয়ার ভিউ তে থাকা উচিত। রাস্তার বাঁক ঘুরার সময় অবশ্যই স্পিড নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ বাঁকের অপর পাশে কি আছে আপনি দেখতে পাচ্ছেন না। এধরনের ক্ষেত্রে কোন মানুষ বা পশু অথবা অন্য কোন গাড়ির সাথে এক্সিডেন্ট হয়ে যাওয়াটা বিচিত্র কিছু নয়।

ক্লিয়ার ভিউ ব্রেকিং ডিস্টেন্স মেইন্টেইন করতে পারলে নিরাপদে বাইকিং করার  সম্ভাবনা বা সুযোগ অনেক বেশি বেড়ে যায়। আপনি শুধু মজা পাওয়ার জন্য নিজের এবং পাশের মানুষের জীবন বিপন্ন করে তুলবেন না। বাউলি কেটে উড়াধুড়া বাইক চালিয়ে নিজেকে সুপার হিরো প্রমান করা যায় না। বরং মানুষ আপনাকে বস্তিবাসীদের সাথেই তুলনা করবে। আর কেউ সেটা করুক আর না করুক আপনি যে বিবেক হীন তাতো আপনিও বুঝেন।

সবাই ভাল থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।

ব্রেকিং ডিস্টেন্স, নিরাপদ বাইকিং এর জন্য Reviewed by Hasanur Rahman on মে ২১, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.